শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

ওয়ার্ডপ্রেস ব্লগে ডিফল্টভাবে ফিচার ইমেজ যোগ করতে 'Default featured image' প্লাগিনটি ব্যবহার করতে হবে । এই প্লাগিনটি ব্যবহার করলে আপনি যদি কোন পোষ্ট ফিচার ইমেজ নাও ব্যবহার করেন তবুও আপনার বাছাইকৃত ফিচার ইমেজটি ডিফল্টভাবে যোগ হবে ।

প্রথমে এখান থেকে 'Default featured image' প্লাগিনটি ডাউনলোড করে নিন ।

১ম ধাপঃ

  1. আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন ।
  2. Dashboard>Plugins>Add New এ যান ।
  3. এবার প্লাগিন টি ইন্সটল করুন ।
২য় ধাপঃ
প্লাগিনটি ইন্সটল কারার পর, Dashboard>Settings>Default featured image এ যানsshot-1
উপরের প্রদর্শিত চিত্রের মত 'Select Default featured image' ইমেজ এ ক্লিক করুন এবার আপনি যেই ফিচার ইমেজটি দিফলতভাবে সেট করতে চান সেটি আপলোড করুন । আপলোড করার পর ফিচার ইমেজটির সাইজ বাছাই করুন যে এটি কত পিক্সেল হবে । সাধারণত একটি ব্লগের ফিচার ইমেজ ১৫০x১৫০ পিক্সেল হয়ে থাকে । সবশেষে 'Save Change' বাটনে ক্লিক করুন ।

আশা করি কোন সমস্যা হবেনা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ