শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভ্রুণ পোষক কলায় ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াস তুলনামূলক বড়।এ কোষটি মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। সর্বনিম্ন কোষটি ছাড়া বাকি তিনটি কোষ বিনষ্ট হয়। সর্বনিম্ন এই বড় কোষটি বৃদ্ধি পেয়ে ভ্রুণথলিতে পরিনত হয়। এ কোষটির নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। এই কেন্দ্রিকাটি বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিনত হয়। নিউক্লিয়াসদ্বয় দুই মেরুতে অবস্থান নেয়। নিউক্লিয়াস দুটি দুবার বিভক্ত হয়ে চারটিতে পরিনত হয়। এরপর দুইমেরু থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রুণথলির কেন্দ্রে এসে পরস্পরের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস (Secondary nucleus) সৃষ্টি করে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ