শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নতুন কিছু সৃষ্টি হওয়া দেখতে এমনিতেই ভালো লাগে। কিন্তু আগ্নেয়গিরির লাভা থেকে সাগরের বুকে নতুন ডাঙ্গা তৈরি হওয়া দেখতে কেমন লাগবে আপনার? হাওয়াই এর কিলাউইয়া আগ্নেয়গিরি ১৯৮৩ সাল থেকে ক্রমাগত অগ্ন্যূৎপাত করে চলেছে। এর মাধ্যমে দ্বীপের দক্ষিণ তীরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন ডাঙ্গা। হাওয়াই এর ফটোগ্রাফার কাউইকা সিংসন জীবনের ঝুঁকি নিয়ে খুব কাছে থেকে ধারণ করেছেন এই ঘটনার চিত্র। গলিত লাভার খুব কাছে থেকে তিনি নিজের গো-প্রো দিয়ে ভিডিও করেন। সাগরের এই তীরটি বেশ বিপদসঙ্কুল। যে কোনো সময়ে পানিতে ভেসে যেতে পারতেন তিনি। হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরির তথ্য অনুযায়ী, নতুন সৃষ্ট এই ভূমিকে বলা হয়ে থাকে লাভা ডেলটা। একে দেখে মোটামুটি স্থিতিশীল মনে হলেও আসলে নিচের জমে থাকা লাভা এর ভার সহ্য করতে না পেরে সাগরে ভেসে যেতে পারে। ৫১ বছর বয়সী সিংসন এসব জায়গার ওপর দিয়ে হেঁটে বেড়ান ভিডিও করার উদ্দেশ্যে। তিনি বলেন, ভিডিওতে ব্যাপারটা দেখা গেলেও সামনাসামনি দেখার অভিজ্ঞতা অসাধারণ। https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ahZD95l1MvM

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ