শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সন্তান সব সময় ভালো থাকে তার মায়ের আঁচলের নিচে। আদরের সন্তানটিকে রেখে কোন মা-ই চান না চলে যেতে। কিন্তু এই পৃথিবীর নিয়মই এমন যে না চাইলেও ছেড়ে চলে যেতে হয়। কখনো মা চলে যান না ফেরার দেশে, কখনো ডিভোর্স বা অন্য কারণে সন্তান হয়ে পড়ে মা হতে বিচ্ছিন্ন। কিন্তু একটি অল্প বয়সের ছোট সন্তান যদি মা হারা হয়, তখন একজন পিতা হিসেবে পুরুষ মানুষটি রীতিমত বিপাকে পড়েন। মা যেভাবে তার সন্তান কে লালন পালন করতে পারেন, সব সময় বাবা তা পারেন না। তখন সন্তানের জন্য হলেও সেই মানুষটিকে আবার বিয়ে করতে হয়, কারণ ছোট সন্তানটির জন্য প্রয়োজন মায়ের। সুতরাং একজন সৎ মায়ের উচিত মা ছাড়া সন্তানটিকে সঠিক ভাবে যত্ন করা। তার সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করা উচিত যাতে সে তার সৎ মায়ের মাঝেই আপন মাকে খুজে পায়। ১। সন্তানের সাথে এমন ভাবে মিলেমিশে থাকা উচিত যে কোন দূরত্ব না থাকে। তাকে এমন ভাবে ভালবাসুন যাতে আপনাদের মাঝে খুব মজবুত সম্পর্ক তৈরি হয়। ২। আপনার নিজের সন্তান না হলেও স্বামীর আগের পক্ষের সন্তানকে কখনো আলাদা মনে করবেন না। তাকে আদর করুন, তার সাথে গল্প করুন। কী ভালো লাগে, কী খেতে ভালবাসে, তার ভালোলাগা অনুযায়ী দায়িত্ব পালন করুন। ৩। সে যাতে কোন কারনে ডিপ্রেশনে না ভোগে সে দিকে খেয়াল রাখুন, যতটা সম্ভব তাকে সময় দিন। মাঝে মাঝে সবাই মিলে ঘুরতে যান। ৪। সন্তানের বয়সন্ধির সময় তাকে সাপোর্ট করুন, এই সময় কী কী হয় ও কেন হয় সব বুঝিয়ে বলুন। সে যাতে কোন কারনে ভয় না পায়, সেই দিকে খেয়াল রাখুন। ৫। কখনো কোন কিছু করতে ডমিনেট করবেন না। সে যদি কোন কথা না শোনে, তাহলে বাবার কাছে তার অনুপস্থিতিতে এই ব্যাপারে আলাপ করুন। তার সামনে তাকে নিয়ে কোন হাসি ঠাট্টা বা বাজে কিছু বলবেন না। তাহলে আপনার প্রতি তার খারাপ ধারণা হবে, আপনাকে তার মেনে নিতে কষ্ট হবে। ৬। সম্মান ছোট বড় সবাইকেই করা যায়। তাই নিজেদের মধ্যে এমন ভাবে সম্পর্ক তৈরি করুন যাতে সন্তান আপনাকে সম্মান করে এবং আপনিও। ৭। তাকে আচার ব্যবহার, ভদ্রতা, শালীনতা, নিয়ম কানুন সব কিছু শিক্ষা দিন। ভুল হলে তার মধ্যে যাতে অপরাধবোধ কাজ না করে সে দিকে খেয়াল রাখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ