RezaHasan

Call

যারা নীল ব্যবহার করে তাদের চেয়ে দোষটা বেশী ভেজাল নীলের। খাটি নীল পানিতে সামান্য পরিমান দিয়ে ভালো ভাবে পানির সাথে মিশাতে হবে। মেশানোর পর পানিতে ভালো ভাবে দেখতে হবে, কোন দানা দানা নীল দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে নীলে ভেজাল আছে। সেই ক্ষেত্রে পানিতে আরো নীল দিন, এরপর ধৌত করা কাপড় দিয়ে নাড়াচাড়া করে, কাপড়খানা নীল পানি থেকে তুলে চিপড়িয়ে কাপড় থেকে পানি ঝরিয়ে ফেলুন। এখন পরিস্কার পানিতে কাপড়টি চুবাতে থাকুন। যখন কাপড়ের নীল একেবারে হাল্কা হয়ে যাবে, তখন কাপড় তুলে না চিপড়িয়ে শুকাতে দিন। তাহলে কোন ছোপ ছোপ দাগ থাকবেনা। সবচেয়ে ভাল লিকুইড নীল ব্যবহার করা। দুই/তিন ফোটা নীল পানিতে দিলে সহজেই গুলে যায়। নীল পানিতে কাপড় ভালোভাবে নাড়াচাড়া করে পানি থেকে তুলে না চিপড়িয়ে পানি ঝরিয়ে ফেলুন, এরপর শ্যকাতে দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ