টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে মহাখালীর বাসে চড়বেন ।মহাখালী নামতে হবে । তারপর মহাখালী থেকে শাহবাগের বাসে চড়বেন । শাহবাগ নেমে কোন রিকশাওয়ালাকে বলবেন আমি সোহরাওয়ার্দী উদ্যানে যাব । মোট ১৫০ টাকার মত ভাড়া লাগতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমে আপনি টাঙ্গাইল থেকে নিরালা সুপার, ঝটিকা বা অন্যান্য মহাখালী গামী বাসে উঠবেন । 

বাস যখন বনানী চেয়ারম্যান বাড়ি আসবে তখন আপনি বাস থেকে নামবেন । 

বাস থেকে নেমে এয়ারপোর্ট এভিনিউ পরিবহনে উঠবেন ।

এয়ারপোর্ট এভিনিউ পরিবহন থেকে শাহবাগ মোড়ে গিয়ে নামবেন । বাসের হেল্পার কে বললেই নামিয়ে দিবে । নামার পর রোড পার হয়ে রিকশা করে সোহরাওয়ার্দী উদ্যান চলে যাবেন । 

শাহবাগ নেমে যদি কোন সমস্যা হয় বা না চিনেন তবে কোন দোকানদারকে বা রিকশাওয়ালাকে জিজ্ঞাস করলেই বলে দিবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ