শেয়ার করুন বন্ধুর সাথে

সুবিধাঃ সত্যি এই টেকনোলজির কিছু ভালো সুবিধা রয়েছে, আর এই জন্যই এটি এখনো এতো জনপ্রিয়। WiMAX লো কোস্ট এবং ফ্লেক্সিবল তাই গ্রামীণ এলাকা গুলোতে তার দিয়ে অনেক টাকা খরচ করে ইন্টারনেট না ছড়িয়ে WiMAX সহজ পদ্ধতি। এই টেকনোলজিতে পুরা শহর বা পুরা এলাকা বা সম্পূর্ণ দেশই নেটওয়ার্ক কভারেজ দেওয়া সম্ভব। এটি শুধু মাত্র ফিক্সড কানেকশন নয়, সাবস্ক্রাইবার রুপেও এটি বিতরন করা সম্ভব। মোবাইল ডিভাইজের কল, ইন্টারনেট, টেক্সট ম্যাসেজ ইত্যাদি সব হ্যান্ডেল করা যেতে পারে। তাছাড়া ইউএসবি মডেম বা WiMAX USB dongles ব্যবহার করে ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারে সহজেই ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করা সম্ভব। যদি আপনার ল্যাপটপ বা ফোনে বিল্ডইন রিসিভার থাকে, সেক্ষেত্রে আলাদা ইউএসবি ডিভাইজ লাগানোরও প্রয়োজনীয়তা পড়বে না। সাথে ফোনে ভয়েস কল, ভিডিও কনফারেন্স, এবং টেলিফোন অ্যাক্সেসও সম্ভব এই টেকনোলজিতে। দুরের কানেকশনের ক্ষেত্রে ৩০-৪০ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত আরামে স্পীড উঠে যাবে, তবে ফিক্সড কানেকশনে আরো স্পীড পাওয়া সম্ভব, মোটামুটি ১ গিগাবিট/সেকেন্ড পর্যন্ত ব্যান্ডউইথ ট্র্যান্সফার করা সম্ভব। মানে এই প্রযুক্তিতে একসাথে ওয়্যারলেস ব্রডব্যান্ড, হাই ব্যান্ডউইথ রেট, মোবাইল ৪জি নেটওয়ার্ক, এবং দুরের লোকেশনেও ইন্টারনেট অ্যাক্সেস সেন্ড করা সম্ভব হয়।  অসুবিধাঃ প্রত্যেকটি প্রযুক্তিরই কিছু না কিছু অসুবিধা থাকবেই, যদিও এক্ষেত্রে WiMAX সুবিধাই বেশি প্রদান করে। যেহেতু এটি ওয়্যারলেস টেকনোলোজির উপর কাজ করে, তাই সোর্স থেকে যতো দূরত্বে চলে যাওয়া হবে, ব্যান্ডউইথ স্পীড ততো ড্রপ করতে থাকবে। ধরুন ভালো সিগন্যালে আপনি স্পীড পাচ্ছেন ৩০ মেগাবিট/সেকেন্ড কিন্তু দূরে চলে যেতে যেতে সেই স্পীড ১ মেগাবিট/সেকেন্ড হয়ে যেতে পারে, আবার একসময় কোন আর ইন্টারনেট রেসপন্সই থাকবে না। আমি জানি, স্লো ইন্টারনেট অনেক বেশি ব্যাথাদায়ক, এর চেয়ে ইন্টারনেট না থাকায় ভালো। তাই আপনার বাড়ি যদি মেইন টাওয়ার থেকে বেশ কিছু দূরে হয় সেক্ষেত্রে WiMAX নেবেন কিনা ভেবে দেখতে হবে। যদিও একটি সম্পূর্ণ টাওয়ার অনেক ভালো পরিমানে ইউজার হ্যান্ডেল করতে পারে, কিন্তু যদি একটি সিঙ্গেল রাউটার থেকে অনেক ইউজার কানেক্টেড হোন, সেক্ষেত্রে স্পীড অনেক কমে যাবে। ওয়াইফাই অবশ্যই WiMAX থেকে অনেকবেশি জনপ্রিয় আর এজন্য প্রায় প্রত্যেকটি মোবাইল ডিভাইজ এবং ল্যাপটপে ডিফল্ট ওয়াইফাই সাপোর্ট থাকে, কিন্তু ওয়াইম্যাক্স ততোটা জনপ্রিয় না হওয়ার জন্য আলাদা রাউটার বা ডঙ্গল প্রয়োজনীয় হয়। যদি এই প্রযুক্তি নিয়ে মন্তব্য করি, সেক্ষেত্রে অবশ্যই এটি ভালো একটি প্রযুক্তি যেটা হয়তো ওয়াইফাইকে রিপ্লেস করতে পাড়বে না, কিন্তু গ্রামীণ এলাকায় অনেক কম খরচে হাই স্পীড ইন্টারনেট পৌছাতে পাড়বে। আর এর হাই ব্যান্ডউইথ রেট দেখে নিশ্চয় আপনিও অনেক চমৎকৃত হয়েছেন। বর্তমানে একটি গ্রুপ WiMAX Forum এই প্রযুক্তিকে নিয়ন্ত্রন করে, যেকোনো ডিভাইজ সার্টিফাইড করে এবং এই টেকনোলজি IEEE 802.16 নির্ভর। যাই হোক, আশা করছি আর্টিকেলটি আপনার জন্য অনেক সাহায্যপূর্ণ ছিল, যেকোনো প্রশ্নে আমাকে নিচে কমেন্ট করতে পারেন। ক্রেডিটঃ techubs

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ