Share with your friends

OTG আমাদের কাছে অনেক চেনা একটা বিষয়। নতুন মোবাইল ফোন গুলোতে এই ওটিজিসুবিধাটি পাওয়া যাচ্ছে। USB ON THE GO যার অর্থ হল আপনি আপনার ডিভাইসটিকে USB HOST হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন UsB device add করতে পারবেন চলুন জেনে নিই বিস্তারিত… ওটিজি কি ? ওটিজি সব্দের পূর্ণ রুপ হল“On The Go”. দুটি ওটিজি সাপোর্টেড ডিভাইসের একটিকে আরেকটির সাথে যুক্ত করে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন। উদাহরণ হিসবে উল্লেখ করা যায়, আমরা সাধারণত পিসিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ফ্ল্যাশ ড্রাইভ, স্মার্টফোন ইত্যাদি কানেক্ট করে থাকি। ওটিজি এর সুবিধা কি কি? সময়ের সাথে সাথে ওটিজি সাপোর্টেড ডিভাইসের সংখ্যা বাড়ছে। মূলত সেই কারণেই এখন অনেক কাজ পিসি ছাড়াই করা যায়। যেমন ওটিজি  সাপোর্ট থাকার কারণে আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠাতে পারবেন। এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য ইউএসবি স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা যায়। কিভাবে ওটিজি ব্যবহার করবেন? হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে ওটিজি এর বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন: স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে ওটিজি সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কীবোর্ড,মাউস, হার্ডড্রাইভ এবংফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন। কিন্তু কথা হল সব স্মার্টফোন বা ট্যাবলেট কিন্তু ওটিজি সাপোর্টেড নয়। সেক্ষেত্রে আপনার ডিভাইসটি ওটিজি সাপোর্টেড কিনা তা জানার জন্য ডিভাইসটির স্পেসিফিকেশন চেক করতে হবে। শুধুমাত্র ওটিজি সাপোর্ট থাকলেই চলবে না। এই সুবিধা ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভাল ওটিজি ক্যাবলের। বর্তমানে বিভিন্ন স্মার্টফোন দোকানে এই ওটিজি ক্যাবল পাওয়া যায়। এখন আরেকটি বিষয় যা মনে রাখতে হবে তা হল আপনি যদি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে কোন প্রকার স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে পারেন৷ ওটিজি সুবিধাসমূহ USB ওটিজি এর সাহায্যে আপনি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে বিভিন্ন মাউস, কী-বোর্ড ইত্যাদি যুক্ত করে আপনার ডিভাইসটি নিয়ন্ত্রন করতেপারবেন। একটা ব্যাপার লক্ষণীয় যে মাল্টিপল বাটন বা ফাংশন সমৃদ্ধ মাউস গুলো কাজ নাও করতে পারে। ওটিজি এর মাধ্যমে আপনি আপনার ডিভাইসের সাথে বিভিন্ন storage  ডিভাইস,যেমন-হার্ডড্রাইভ,পেনড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারেন ৷

Talk Doctor Online in Bissoy App