শেয়ার করুন বন্ধুর সাথে

ওঁ শব্দের অর্থ ওঁ বা ওঁ-কার (অপর বানানে ওঙ্কার) [সংস্কৃত, অ + উ +ম্] বা প্রণব বা ত্র্যক্ষর হিন্দুধর্মের পবিত্রতম ও সর্বজনীন প্রতীক এবং হিন্দু দর্শনের সর্বোচ্চ ঈশ্বর ব্রহ্মের বাচক । সনাতন ধর্মের প্রতিটি সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিকটেই ওঁ পবিত্র বলে গণ্য । অপরদিকে, শ্রী শব্দের অর্থ - ঐশর্য, সম্পদ, সৌভাগ্য, সৌন্দর্য, লাবন্য, শোভা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ