শেয়ার করুন বন্ধুর সাথে

রাসায়নিক বিশ্লেষণে নমুনার পরিমাণের উপর ভিত্তি করে বিভিন্ন বিশ্লেষণ পদ্ধতি অনুসরণ করা হয়। ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতির সুবিধাগুলি  নিম্নরূপঃ  ১. ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে যন্ত্রপাতিগুলো আকারে বড় হওয়ায় সহজে ব্যবহার করা যায়। ২. নমুনা দ্রবণের আয়তন বেশি হওয়ায় বিশ্লেষণের সময় সামান্য কিছু দ্রবন পড়ে গেলও  বিশ্লেষণ করা যায়। ৩. নমুনার পরিমাণ বেশি হওয়ায় বিশ্লেষণে প্রাপ্ত অধঃক্ষেপের পরিমাণ ও  অধঃক্ষেপের  বর্ণ সহজেই নির্ণয় করা যায়। ৪. কঠিন নমুনার ওজন নির্ণয় করতে সুবিধা হয়। ৫. যন্ত্রপাতির আকার বড় হওয়ায় তাপ প্রদান করতে সুবিধা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ