শেয়ার করুন বন্ধুর সাথে

মাইক্রো  বিশ্লেষণ  পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপঃ ১. এ পদ্ধতিতে অতি সামান্য পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়। বিধায় খরচ খুব কম। ২. এ পদ্ধতিতে কম পরিমাণ রাসায়নিক বর্জ্য উৎপন্ন হয়, যার কারণে পরিবেশের তেমন দূষণ ঘটে না। ৩. এ পদ্ধতি গ্রীন রসায়নের জন্য সহায়ক। ৪. এই বিশ্লেষণী পদ্ধতিতে সময় কম লাগে। ৫. এ পদ্ধতিতে পদার্থের আণবিক গঠন নির্ণয়, জৈব যৌগের কার্যকরী মূলক সনাক্তকরণ দ্রুত সম্পন্ন করা যায়। ৬. এই বিশ্লেষণ প্রক্রিয়ায় একই পরীক্ষা বার বার করার প্রয়োজন হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ