শেয়ার করুন বন্ধুর সাথে

প্রাথমিকভাবে আপনার চিকিৎসক আপনার কাশি ও অন্যান্য উপসর্গগুলোর বিশদ ইতিহাস জানতে চাইবেন, এর পরে আপনার শারীরীক পরীক্ষা করা হবে। চিকিৎসাগত ইতিহাস, ব্যক্তির বয়স, ও পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে, চিকিৎসক আপনাকে নিম্নোক্ত পরীক্ষাগুলো করতে বলতে পারেন: অ্যালার্জি পরীক্ষা। ছাতির এক্স-রে। গলার লালার নমুনা (গলার ভিতরের দিক থেকে লালার একটা নমুনা সংগ্রহ করা হয়, এবং নমুনাটি সংক্রমণের কারণ জানার জন্য পরীক্ষা করা হয়)। পাল্মোনারী কার্যকারীতার পরীক্ষা। শুকনো কাশির চিকিৎসা এর কারণগুলোর উপর নির্ভর করে (যেমন, ভাইরাস সংক্রমণের জন্য কাশিতে নিজেকে নিজের যত্ন নিতে হয় এবং এটা এক বা দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়)। শুকনো কাশির থেকে আরাম পাওয়ার জন্য নিচের চিকিৎসাগুলো বলা হল: নিজে যত্ন নেওয়া মধু গলাকে প্রলেপ দেয় এবং স্বস্তিপ্রদান করে এবং গলার সেইসকল অস্বস্তি থেকে আরাম দেয় যার জন্য শুকনো কাশি হয়। প্রচুর পরিমান তরলপদার্থ পান করা (ঈষদুষ্ণ জুস, চা, ইত্যাদি)। লবন জলে গার্গল করলে এটা ঠান্ডা লাগা এবং শুকনো কাশির জন্য গলা ফুলে যাওয়া থেকে আরাম দেয়। কিছু বিশেষ ওষুধ নেওয়া বন্ধ করে দেওয়া (এসিই ইনহিবিটর, বিটা ব্লকারস্) যার জন্য শুকনো কাশি হয় এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে এর বদলে অন্য ওষুধ নিন। কাশির দমক কম করার জন্য চুমুক দিয়ে জল খেতে থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ