ওরাল ক্যান্ডিডিয়েসিস সাধারণত শারীরিক পরীক্ষা এবং আক্রান্ত অংশ থেকে নমুনা সংগ্রহ করে আণুবীক্ষণিক পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয়। ক্যান্ডিডা এসোফেজাইটিসের নির্ণয়ের জন্য এন্ডোস্কপির প্রয়োজন হয়। জেনিটাল ক্যান্ডিডিয়েসিসের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা এবং উপসর্গগুলির সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়।ক্যান্ডিডিয়েসিসের চিকিৎসার জন্য নিস্টেটিন, মাইকোনাজোল, এবং ক্লট্রিমাজোল জাতীয় ছত্রাকনাশক ওষুধের ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এসোফেজাল অথবা গুরুতর ক্যান্ডিডিয়েসিসের ক্ষেত্রে সেবনের জন্য বা শিরায় প্রদানের জন্য ফ্লুকোনাজোলের পরামর্শ দেওয়া হয়। যেখানে ফ্লুকোনাজোল কাজ করে না সেক্ষেত্রে অন্যান্য ধরণের ছত্রাকনাশক ওষুধের পরামর্শ দেওয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ