শেয়ার করুন বন্ধুর সাথে

কন্ডোম ব্যবহার করে সর্বোত্তম সুরক্ষা এবং কার্যকারিতার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন: সাবধানে প্যাকেটটি খুলুন। সাবধান থাকবেন যাতে কন্ডোমে নখের আঁচড় না লাগে। দাঁত দিয়ে প্যাকেট খুলবেন না ,  এতে কন্ডোম ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ,   এইবার আঙুল দিয়ে কন্ডোমটি ধরুন। লিঙ্গের ফোরস্কিন পিছন দিকে ঠেলে দিন। আঙুল দিয়ে ধরে কন্ডোমটিকে আপনার দৃঢ় হয়ে যাওয়া লিঙ্গের উপরে ধরুন। যদি বাতাসের শব্দ শুনতে পান ,  তাহলে আঙুল দিয়ে চাপ দিয়ে বার করে দিন। কন্ডোমটিকে ধীরে ধীরে খুলে লিঙ্গের গোঁড়ার দিকে নিয়ে আসুন। যদি না খুলতে থাকে ,  তাহলে আপনি কন্ডোমটিকে ভুল ভাবে ধরেছেন। সেই ক্ষেত্রে এই কন্ডোমটি বাতিল করে অন্য কন্ডোম নিন। ধাপগুলি ঠিক ভাবে অনুসরণ করুন। নিশ্চিত হয়ে নিন যে মিলনের আগে কন্ডোমটি সম্পূর্ণ ভাবে খুলেছে। মিলনের পরে কন্ডোমটির গোঁড়ার দিক ধরে ,  আপনার লিঙ্গ দৃঢ় থাকতে থাকতে ধীরে ধীরে বার করে নিন। কন্ডোমের গোঁড়ার দিকটি না ধরে টানবেন না ,  তাহলে কন্ডোম লিঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে ভিতরের বীর্য বাইরে পড়ে যাবে। সাবধান থাকবেন যাতে বীর্য কোনভাবেই বাইরে না পড়ে ,  এতে গর্ভোনিরোধ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বার কন্ডোমটি ময়লার বিনএ ফেলে দিন। ফ্ল্যাশ করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ