Share with your friends

পিডিএফ বর্তমানে অফলাইন এবং অনলাইন দুই স্থানেই ব্যাপক জনপ্রিয়। যখন এই ফাইল এক্সটেনশনটি প্রথম উদ্ভাবিত হয়, ১৯৯০ সালে, তখন ইন্টারনেট কেবল শিশু পর্যায়ে ছিল। সে সময় বিশেষ করে অফলাইনে এই ফাইল ফরম্যাট অত্যাধিক ব্যবহৃত হতো। অফলাইন ডকুমেন্ট প্রিন্টিং, পোস্টার, বা ডেক্সটপ থেকে যেকোনো ডকুমেন্ট প্রিন্টিং এর ক্ষেত্রে পিডিএফ ব্যবহৃত হতো। তবে আজকের দিনে পিডিএফ যতোটা পাওয়ার ফুল সাথে যতো প্রকারের জিনিষ পিডিএফ এ ধারণ করা যায়, শুরুর দিকে পিডিএফ এ এতোকিছু ধারণ করা যেতো না। সাথে পিডিএফ এর সাথে সমস্যা ছিল, বড় ডকুমেন্ট ফাইল গুলো অনেক বড় সাইজের ছিল সাথে অনেক স্লো ছিল, ফাইল গুলো ওপেন হতে আর পড়তে সিস্টেমের বারোটা বেজে যেতো।

Talk Doctor Online in Bissoy App