বাস্তব গ্যাস বাস্তব গ্যাস গ্যাসীয় সূত্রগুলো ও PV = nRT সমীকরণ মেনে চলে না। তবে খুব নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় তারা গ্যাসীয় সূত্রগুলো ও PV = nRT সমীকরণ আংশিকভাবে মেনে চলে। প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ হল বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে। বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান 1 অপেক্ষা কম বা বেশি হয়। আদর্শ গ্যাস আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রগুলো ও PV = nRT সমীকরণ মেনে চলে। প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান সর্বদা 1 হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ