Call

শুধু শুক্রবার নির্দিষ্ট করে নফল রোজা রাখা যাবেনা আল্লাহর নবি (সাঃ) এটি নিষেধ করেছেন।

শুধু শুক্রবার বা শুধু শনিবার রোজা রাখা মাকরূহে তানজিহী। তবে হারাম বা মাকরূহে তাহরিমী নয়।

শুক্রবারটা মূলত সাপ্তাহিক ঈদের দিন। দলিল হচ্ছে, রাসুল (সাঃ) বলেছেন, মহান আল্লাহর কাছে জুমআর দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের মতো শ্রেষ্ঠ দিন। এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদাসম্পন্ন। (ইবনে মাজাহ, হাদিস নম্বরঃ ১০৮৪)।

তাই শুধু এই দিনটাকে নফল রোজার জন্য নির্দিষ্ট করে নেওয়াটা নবি (সাঃ) নিষেধ করেছেন। তবে যদি কেউ বৃহস্পতি এবং শুক্রবার রোজা পালন করে থাকেন এবং সেটি যদি শুক্রবারে পড়ে যায় তাহলে এটি জায়েজ।

এ সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুল (সাঃ) ইরশাদ করেন, তোমাদের কেউ জুমআর আগে বা পরে একদিন মেলানো ব্যতিত শুধু জুমআর দিন রোজা রেখো না। (সহীহ বুখারী, হাদিসঃ ১৮৮৪, মুসলিম, হাদিসঃ ২৫৪৫)।

সুতরাং শুধু শুক্রবারকে রোজার জন্য নির্দিষ্ট করে নেওয়া যাবেনা, কিন্তু সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার ক্ষেত্রে যদি শুক্রবার আসে তাহলে শুক্রবারে রোজা রাখা যাবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ayesha

Call

জি অবশ্যই শুক্রবারে রোজা রাখা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ