স্বাভাবিক পন্থায় নারী পুরুষ মিলিত হয়ে ব্যাভিচারে লিপ্ত হলে ইসলামী আদালতের দণ্ড হলো, প্রস্তরাঘাতে মৃত্যু কিংবা নির্দিষ্ট পরিমাণ বেত্রাঘাত।  তবে অন্য উপায় গ্রহণ করে যৌন চাহিদা পূরণ করাও মারাত্মক অপরাধ। চাই সেটা নিজের কোনো অঙ্গ ব্যবহার করে হোক বা অন্য কোনো উপায়ে হোক। এ জাতীয় অপরাধে যদিও ইসলামী শরীয়তে জাগতিক কোনো দণ্ড বা শাস্তির বিধান নেই তবে পরকালীন শাস্তির বিধান রয়েছে। তাই এ জাতীয় পাপাচার থেকে বিরত থাকা আশু কর্তব্য। এতে যৌন ব্যধিসহ হাজারো রকমের ব্যধির প্রদুর্ভাব ঘটে। তবে যথা নিয়মে নামায রোজা পালন করা হলে তা কবুল হবে। তবে সত্যিকারার্থে যদি কোনো ব্যক্তি একাগ্রতা ও নিষ্ঠতার সাথে নামায আদায় করে তাহলে সে এ জাতীয় পাপাচারে লিপ্ত হতে পারে না। কারণ সত্যিকার নামায মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। তাই নামাযকে সুন্দর থেকে সুন্দর করার সাধনায় মগ্ন হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ