মূলত, কাঠামোর নিজস্ব ওজন এবং এর উপর আগত বিভিন্ন লোডসমূহ স্থানান্তরের জন্য ভূপৃষ্ঠের কাছাকাছি প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির স্তর পাওয়া না গেলে, সেক্ষেত্রে পাইলিং (Piling) করা হয়। পাইলিংয়ের মাধ্যমে সহজেই কাঠামোর লোডসমূহ মাটির গভীরে থাকা শক্ত স্তরে ছড়িয়ে দেয়া যায় বলে এই পদ্ধতি বহুল প্রচলিত।

বিস্তারিত জানতে ক্লিক করুন



শেয়ার করুন বন্ধুর সাথে