শেয়ার করুন বন্ধুর সাথে
talukdernbt

Call

অলিম্পিক গেমস হলো চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রাচীন গ্রিসে যে অলিম্পিক খেলা হত, তা থেকেই অনুপ্রাণিত হয়েই অলিম্পিক গেমসের সূচনা। ১৮৯৬ সালে ব্যারন পিয়েরে দ্য কুবার্তিন আধুনিক অলিম্পিক গেমসের প্রবর্তন করেন। এটির মূল পৃষ্ঠপোষক হলো আন্তর্জাতিক অলিম্পক কমিটি বা আইওসি। বিভিন্ন ইভেন্ট,  যেমন- দৌড়, ভারোত্তোলন, সাঁতার, শ্যুটিং, তীরন্দাজি এখানে অনুষ্ঠিত হয়। একক ও দলগত দুই ধরনের ইভেন্টেরই প্রচলন আছে। অলিম্পিকে বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ এই তিন পদকে ভূষিত করা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ