বিল্ডিং বা অন্য কোন অবকাঠামোর উপর আগত লোডসমূহ পাইলের মধ্যে ট্রান্সফার করার জন্য পাইল ও মূল বুনিয়াদের সংযোগ স্থলে পুরু কনক্রিটের ব্লককে পাইল ক্যাপ (Pile Cap) বলে। বহুতল ভবন, ব্রীজ, ভারী কোন অবকাঠামোর কলাম বা পিলার ও পাইলের সংযোগস্থলে যে কাঠামো নির্মাণ করা হয় তাকে পাইল ক্যাপ বলে। এটি মূলত,গভীর ভিত্তি (Deep Foundation) এর একটি বিশেষ অংশ। পাইল ক্যাপ অবকাঠামোর লোডসমূহকে এক বা একাধিক পাইলের উপরে, তারপর পাইল ক্যাপের সংস্পর্শে থাকা দৃঢ় মাটিতে লোড স্থানান্তর করে। যদিও আমাদের দেশে এই ধারণাটা সহজভাবে নেয়া হয় না। তাই অধিক সময় অবকাঠামো থেকে সকল আগত লোডসমূহকে পাইলের উপর ধরে ডিজাইন করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন


শেয়ার করুন বন্ধুর সাথে