খাঁটি মধু চেনার উপায় কি??


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

মধু খাটি কিনা ভেজাল তা পরিক্ষা করার জন্য সব থেকে সহজ একটি পদ্ধতি হলো ১ গ্লাস পানির সাহায্যে। আপনি এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচপরিমাণ মধু নিন । খুব ধীরে ধীরে গ্লাসটি শেক করুন । যদি মধু পানিতে পুরাপুরি দ্রবীভূত হয়ে যায় তবে তা ভেজাল মধু । আর মধু যদি পানিতে ছোট ছোট পিন্ডের আকারে থাকে এবং তা দলা দলা হয়ে গ্লাসের তলায় এসে জমে থাকে তবে তা খাঁটি মধু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ