Call

 প্রায়শই দেখা যায়, নারীরা ব্যবহৃত কাপড় শুকানোর জন্য বাইরে শুকাতে দেয়। এতে অন্য পুরুষের চোখ পড়ে। এতে পুরুষের গুনাহ হয়। উলামায়ে কেরাম একে কবিরাহ গুনাহ বলেছেন। যদিও নারীদের কাপড় শুকানোর ক্ষেত্রে তা পরপুরুষের দৃষ্টির আড়ালে রাখা বা কাপড়ের পর্দা রক্ষা করার ব্যাপারে শরিয়তে স্পষ্ট কোনো দলিল নেই। তবে যদি কোনো নারী পর পুরুষের অন্তরে কু-ধারণা সৃষ্টি হওয়া থেকে বাঁচার জন্য নিজ কাপড় গাইরে মাহরাম পুরুষের দৃষ্টির আড়ালে শুকায় তাহলে তা অবশ্যই তাকওয়া পরহেজগারিতার পরিচায়ক হবে। ফলে পুরুষের আর গুনাহ হবে না। আহকামুল কুরআন ৩/৪২৪, ফতোয়া বাইয়্যিানাত ৪/৪৬২

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ