Share with your friends
talukdernbt

Call

Cr-এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1

স্বাভাবিক নিয়মে ইলেকট্রন 4s অরবিটাল পূর্ণ করে 3d-তে প্রবেশ করার কথা।  কিন্তু সুস্থিত অর্ধপূর্ণ হওয়ার লক্ষ্যে 3d অরবিটাল 4s হতে একটি ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এতে ইলেকট্রনের স্বাভাবিক বিন্যাসের নিয়ম অনুসৃত হয় না।

আবার, Cu (29)- 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1

এক্ষেত্রেও সুস্থিত হওয়ার লক্ষ্যে 3d  4s হতে একটি ইলেকট্রন গ্রহণ করে। এ কারণেই এরা ব্যতিক্রম।

আর সমশক্তি বলতে আপনি হয়ত সমান শক্তিসম্পন্ন অরবিটাল বুঝাচ্ছেন, অর্থাৎ যেসব অরবিটালের ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ক্ষমতা একই। 

 

Talk Doctor Online in Bissoy App