Share with your friends
Kamil Ahmad

Call

ম্যাটল্যাব একটই জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এইটা MathWorks নামক কোম্পানির মালিকানাধীন।এই নামে একটা ইডিটর (সফটোয়ার যার সাহায্যে কোড লিখা ও কম্পাইল করা যায়) ও আছে ম্যাটল্যাব এর কোড করার জন্যএকটি হাই লেভেল (যা মানুষ সহজে বুঝতে পারে) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – ৪র্থ জেনেরেশান ল্যাংগুয়েজ বলা হয়।MATLAB মানেই হল matrix laboratory.বিভিন্ন নিউম্যারিকাল কম্পিউটেশনের জন্য ব্যাবহার করা হয়।যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ (C, C++, Java, Fortran and Python)সহজে এর সাথে যুক্ত করা যায়।

**এটার কাজ**

★সহজে ক্যালকুলেশন করা  ম্যাটল্যাব প্রোগ্রাম ব্যাবহার করে।
★সহজে এলজেব্রিক ইকুয়েশন ও সিস্টেম সমাধান।
★করাক্যালকুলাসের সমস্যা সমাধান করে।
★সহজে যে কোন ডাটা এনালাইসিস করে।
★খুব সহজে ডাটা এনালাইসিসের ফলাফল প্রফেশনাল (২ মাত্রা- ৩ মাত্রার) গ্রাফ এর মাধ্যমে দেখায়।
★বেসিক শেখার পর খুব সহজেই এডভান্স টপিক শেখার মাধ্যমে আরো ভাল সফটোয়ার তৈরী করা যায়।
★ডাটা এনাইলাইসিস, ইমেজ প্রসেসিং এবং সিগ্নাল প্রসেসিং এ খুব দ্রুত সমাধান পাওয়ার জন্য বেস্ট৷

Talk Doctor Online in Bissoy App