MDRHLovelu

Call

বিশ্ববিদ্যালয়ের ফলাফল বা মেরিট লিস্ট সম্পর্কিত আলোচনা :


ধাপ ১: এসএসসি+এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত জিপিএ অনুযায়ী ভর্তি পরীক্ষায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন সংখ্যক নম্বর বরাদ্দ থাকে। যেমন : ঢাবিতে জিপিএ-তে ৮০, চবিতে ২০, জাবিতে ২০, জবিতে ২৮, ইবিতে ৪০, মাভাবিপ্রবি ১০০ নম্বর শুধু জিপিএ তেই বরাদ্দ থাকে। অর্থাৎ আপনার এসএসসি ও এইচএসসি যদি জিপিএ ১০ থাকে। তাহলে আপনি জিপিএ-তে বরাদ্দ পূর্ণ নম্বর পাবেন।  (প্রযুক্তি বিশ্ববিদ্যাল, রাবিসহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে জিপিএ-তে মার্ক থাকে না।)


ধাপ ২: ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর।


ধাপ ৩: জিপিএ+প্রাপ্ত নম্বর=মেরিট (ভর্তি পরীক্ষা  যারা পাশ করবেন, কেবল তারাই মেরিট লিস্টে জায়গা পাবেন।)


উদাহরণ : আপনার জিপিএ ১০, এবং পরীক্ষায় ৭০ পেলেন। সেক্ষেত্রে ঢাবিতে আপনার নম্বর দাঁড়াবে ৮০+৭০=১৫০।


আশা করি, বুঝতে পেরেছেন।

ধন্যবা।     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ