MCB (Miniature Circuit Breaker), RCCB( Residual Circuit Breaker), ELCB( Earth Lekage Circuit Breaker ), RCBO( Residual Circuit Breaker with Over Load Protaction ) এবং RCD( Residual Current Device) এদের মধ্যে পার্থক্য হলো RCCB এবং ELCB আর্থ ফল্ট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় এদের মধ্যে কোন পার্থক্য নেই । কোন কারণে যদি লাইনের নিউট্রাল অথবা ফেজ তার গ্রাউন্ড হলে RCCB এবং ELCB ট্রপ করবে । এর সবচাইতে গুরুত্বপূর্ণ উপকারীতা হলো কোন কারণে লাইনের নিউট্রাল অথবা ফেজ তার শরীরের কোন অংশে লাগলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে । নিউট্রাল লাগলে কোন সমস্যা হবে না কিন্তু ফেজ তারে লাগলে সামান্য তরিতাহত হবেন কিন্তু মৃত্যু হবে না আর MCB এর আউটপুটের সাথে শরীরের কোন অংশ লাগলে মৃত্যু হবে । MCB থেকে আরো পার্থক্য হলো MCB তে Over Load Protection আছে কিন্ত RCCB বা ELCB তে নেই । RCBO RCCB এর থেকে কিছুটা উন্নত এতে Over Load Protection আছে । আর RCD হলো RCCB, ELCB, RCBO এর একত্রিত রপ । এছাড়া RCCB, ELCB, RCBO, RCD তে টেস্ট বাটন আছে চাইলে লাইনে সংযোগ করে ঠিক আছে কিনা টেস্ট করে দেখতে পাবেন যা MCB তে নেই ।


Share with your friends