আমার ১২ ভোল্টের একটি UPS আছে।একদিন   সারা রাত ভুলে  UPS  চালু রাখি। এতে করে আর পরদিন থেকে UPS ব্যাকআপ দিচ্ছে না। আর  ব্যাটারীর ভোল্টেজ ১০ ভোল্ট হয়ে গেছে, চার্জ দিলেও সেই ১০ ভোল্ট থাকে,এমনকি আরো আস্তে আস্তে মিটারে ভোল্টেজ কমতে থাকে।এখন কি সমস্যা হলো ব্যাটারী?  আর কি সমাধান??   


Share with your friends
Waruf

Call

ব্যাটারি পাল্টান। ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ১০.৮ ভোল্টের নিচে আসলে সার্কিট আর পাওয়ার নেইনা। আপনারত আরও কম ভোল্ট হয়ে গেছে। 

Talk Doctor Online in Bissoy App