শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

না। সম্পূর্ন চাদর/বিছানা ধৌত করা লাগবে না। শুধু কামরস লেগে থাকা স্থান ভালোভাবে পরিস্কার করে নিলেই হবে। 

সাহল ইবনু হুসাইফ রাযি. হতে বর্ণিত, তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গত হত তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করি তিনি বলেন, মযী বের হওয়ার পর অযু করাই যথেষ্ট। তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ্! আমার কাপড়ে মযী লাগলে কি করব? তিনি বলেন, কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থান ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়। (আবু দাউদ ২১০)

সুতারং আপনি শুধু মযী/কামরস লেগে থাকা স্থান ধুয়ে নিলেই হবে সম্পূর্ন পোসাক/প্যান্ট /পরিস্কার করা লাগবে না শুধু  উক্ত স্থান টুকু পরিস্কার করলেই যথেষ্ট।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ