শেয়ার করুন বন্ধুর সাথে
Shohel Rana

Call

আর্দ্র কৃষির বৈশিষ্ট্য

১। বৃষ্টিপাত নির্ভর: এই কৃষি বৃষ্টির জলের ওপর অতিরিক্ত নির্ভরশীল। তাই এই কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা অত্যন্ত কম।

২। কৃষি জমির আয়তন: আর্দ্র কৃষির দেশগুলিতে জনসংখ্যা অধিক হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ কম। তাই কৃষি জমির আয়তন ছোট হয়।

৩। খাদ্য ফসল উৎপাদন: এই কৃষির দেশগুলিতে জনসংখ্যা অধিক হওয়ায় খাদ্য ফসলের চাহিদা অত্যন্ত বেশি। এই কৃষির প্রধান ফসল হলো ধান। তবে পাট, আখ, কার্পাস প্রভৃতি ফসলও চাষ করা হয়।

৪। শ্রমিকের যোগান: অধিক জনবসতি যুক্ত অঞ্চলে আর্দ্র কৃষি পদ্ধতি লক্ষ্য করা যায়। তাই স্বল্প মজুরিতে শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে।

৫। জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি: কৃষক তার নিজের পরিবারের ও স্থানীয় জনগণের প্রয়োজন মেটানোর জন্য ফসল উৎপাদন করে। তাই এই কৃষি জীবিকাসত্ত্বাভিত্তিক প্রকৃতির।

৬। স্বল্প উৎপাদন: এই কৃষি ব্যবস্থা অতিরিক্ত প্রকৃতি নির্ভরতার কারণে ফসল উৎপাদনের হার কম। কেননা, প্রাকৃতিক পরিবেশের খামখেয়ালিপনা ফসল উৎপাদন ব্যবস্থা কে প্রভাবিত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ