TarikAziz

Call

বিশেষজ্ঞ হলে আপনি বেশ কিছু অতিরিক্ত

সুবিধা পাবেন, যেমন-

উত্তর অপছন্দ করা 

যে কোন উত্তর সম্পাদনা 

যে কোন মন্তব্য সম্পাদনা 

Viewing who voted or flagged posts

পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান 

যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা


কোন মাসে কাকে বিশেষজ্ঞ পদ দেওয়া হবে,

সেটা বিস্ময় প্রশাসন ঠিক করেন, বেশ 

কিছু বিষয় লক্ষ্য করে। 


এই মাসে,  মানে - সেপ্টেম্বর মাসে সদস্য 

জুনায়েত ইসলাম শিপন - কে বিশেষজ্ঞ

পদ দেওয়া হয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

বিশেষজ্ঞ সমন্বয়ক হলে আপনার লাভ???

বিষ্ময়ে বিশেষজ্ঞ সমন্বয়ক হলে আপনি পাবেন বেশ কিছু অতিরিক্ত সুবিধা। যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি হবেন তখন সাইটের "বিশেষ সদস্য" যা অবশ্যই আপনার জন্য সম্মানের।

বত্তমানে বিস্ময়ে আছে 52০০০ + সদস্য। এর মধ্যে একজন সাধারন সদস্য যদি আপনাকে বলে ভাই, আমার এই উত্তরটা একটু দেখে দিবেন?

তখন অবশ্যই আপনার ভালো লাগার কথা।

আর আপনার লাভ??

বিস্ময়ে যারা পরিচালনার দায়িত্বে আছে, তারা কেও এখানে স্বার্থএর জন্য কাজ করেনা। অনেকটা ভালো লাগা থেকেই, বিস্ময়ের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে। যার মধ্যে একটা আলাদা শান্তি আছে।

একটু চিন্তা করে দেখুন না, আপনার একটি ভালো পরামর্শএ অন্য একজনের মুখে হাসি ফুটলো। ঠিক তখনই তো আপনি সার্থক!

মানুষের মুখে হাসি ফুটানো কিন্তু সহজ কাজ নয়, যা আপনি বিস্ময়ের একজন সমন্বয়ক হিসেবে খুব সহজে পেরেছেন।

মোশারফ হোসেন*********

কাকে বিশেষজ্ঞ সমন্বয়ক করা হবে

এটা নির্ধারণ করা নেই। কারন বিষ্ময়ে পয়েন্ট, রেঙ্কিং বা ব্যাজ দিয়ে,

সমন্বয়ক বিশেষজ্ঞ হওয়া যায়না।

সেচ্ছায় মানুষের উপকারে আগ্রহী, মানুষ কে

সাহায্য করার মানসিকতা, সর্বোপরি মানুষের

জন্য নিঃসার্থে কাজ করার নিতিগত

মানসিকতা থাকলেও আপনাকে বিষ্ময়ের

প্রশাসন এডমিন প্যানেলে বা সমন্বয়ক করে নিবে।

তার মধ্যে আপনি সেই রকম কোন কিছু করে

দেখাতে হবে, উত্তর দিয়ে মানুষ কে সাহায্য

করার মানসিকতা বৃদ্ধি করতে হবে, প্রশাসন

সব সদস্যের কার্যক্রম মনিটরিং করে আপনার

সেই মানসিকতা দেখলে এডমিন প্যানেলে বা

সমন্বয়ক হিসেবে যুক্ত করে নিবে।

***********Yakub ali***********

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ