শেয়ার করুন বন্ধুর সাথে

খিদে পেটে খিটখিটে

মেজাজ থাকলে নারীরা

স্বাস্থ্যবান পেশীবহুল

পুরুষদের প্রতি ব্যাপক আকর্ষণ

বোধ করেন। লন্ডনের

ইউনিভার্সিটি অব ওয়েস্ট

মিনিস্টারের এক দল

গবেষকের গবেষণায় এই তথ্য

প্রমাণিত হয়েছে।

এ গবেষণাকাজে একদল

নারীকে আনা হয় যাদের

টানা ছয় ঘণ্টা কোনো কিছু

খেতে দেওয়া হয়নি। ক্ষুধার

চরম পর্যায়ে তাদের সামনে

১২৪ জন বিভিন্ন দৈহিক

গড়নের পুরুষের বিভিন্ন

ধরনের ছবি দেখানো হয়।

নারীদের সবাই এ সময়

পেশীবহুল পুরুষদের পছন্দ করেন।

উন্নতবক্ষা নারীরাও মেদের

আধার যা এক ধরনের

প্রাচুর্যতা প্রদর্শন করে। তাই

খিদে পেটে পুরুষরা এসব

নারীদের প্রতি আসক্তি

বোধ করেন।

কেল্টেনহ্যাম বিজ্ঞান

মেলায় এডিনবাগ

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর

গ্যারেথ লেং এ বিষয়ে

বলেন ,

মানুষের ক্ষুধামন্দের সঙ্গে

পছন্দের বিষয়টি নিয়ন্ত্রিত

হয় অক্সিটোসিন নামের এক

হরমোন দ্বারা। যৌনতার সময়,

শিশুর জন্মকালে এবং

শিশুকে স্তন্য পানের সময় এই

হরমোন উৎপন্ন হয়।

অক্সিটোসিন এমন এক হরমোন

যা ‘ভালোবাসার হরমোন’

নামে পরিচিত, যৌনতায়

আগ্রহ বাড়ায়। কিন্তু এটি

ক্ষুধা বাড়িয়ে দেয়। ক্ষুধা

এবং যৌনতা মানুষের এমন মূল

জৈবিক দুইটি বৈশিষ্ট্য যে,

তা একসঙ্গে ধারণ করা যায়

না। এমন স্বাস্থ্যবতী

নারীরা কঠিন সময় শক্তি

এবং নিয়ন্ত্রণের প্রতীক।

একই ধরনের পছন্দ তৈরি হয় যখন

মানুষের মনে ভয় কাজ করে,

জানান ড. স্বামী 

তথ্যঃ 24onlinenewsbd

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ