Call

বাজারে কিনতে পাবেন- জিলেট রেজার - যার মাথাগুলো খোলা যায়। আলাদাভাবে বাজারে কিনতেও পাওয়া যায়। 

তবে হ্যা! ব্যবহারের সময় পশমে বা চুলে পানি, সাবান ইত্যাদি লাগানো যাবে না। শুকনো অবস্থায় কাটতে হবে। তাহলে ইজিলি কাটা যায়।         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনি রেজার ইউজ করতে পারেন।কিন্তু যেগুলো রেজার ব্লেড ফিটিং থাকে ওসব না। যেগুলো রেজার এ ৩/৫ টাকার ব্লেড গুলো লাগানো যায় সেগুলো ক্রয় করবেন এবং সেখানে  ৫ টাকার ব্লেড কিনে লাগাবেন। কেনো না ওসব ফিটিং ব্লেড রেজারের চেয়ে এসব ইউস করতে সুবিধা ও কাটতেও কোন ঝামেলা হয় না। ফিটিং রেজারে লোম আটকে থাকে ভিতরে যার কারনে ওসব বের না করলে কাটতে চায় না।

যাইহোক আপনি যেই রেজার ইউস করতে সুবিধা মনে করেন সেটাই নিবেন।এর পর গোপনাঙ্গে চারিদিকে পানি দিয়ে ভিজে নিবেন এবং শুধু নাভির নিচের কেশ এ সাবাব বা ফোম লাগাবেন। এর পর সেভ করবেন।।

পিছনের লোম কাটতে চাইলে আপনি বসে কাটবেন। দুইদিকে পা ছড়িয়ে দিয়ে বসবেন, এর পর কাটার জন্য ট্রাই করবেন।তবে সাবধানে করবেন যেনো কেটে না যায়। এভাবে ট্রাই করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ