আমি একজন ছাত্র। দেড় বছর আগে আমার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে কুনি হয়েছিল । তারপর দেড় বছর হয়ে গেল কিন্তু আঙ্গুলের নখগুলা এখনো ভালো হয় নি, আগের মত নখ গজায় নি। কুনি হওয়ার ফলে আঙ্গুলে গর্ত হয়েছিল তাই নখগুলা বাকা হয়ে গেছে, কোনটার নখ এখনো গজায় নি। আমার খুব খারাপ লাগে। যতই দামি এবং ভালো মডেলের জুতা পরি না কেন ভালো দেখায় না। আমার খুব লজ্জা হয়। আমার নখ গুলা কি আর ভালো হবে না ? আগের মত হবে না ? এর কি কোন উপায় নেই ? 

থাকলে দয়া করে জানাবেন । 

সবাইকে অগ্রিম ধন্যবাদ ।


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি ফার্মাসিতে দেখবেন ডার্মাসিম নামে

একটা ড্রপ পাওয়া যায় দাম ৮০ টাকা নিতে পারে,

একটা স্যাভলন কিনবেন, স্যাভলন দিয়ে নখের ক্ষত 

জায়গাটা পরিষ্কার করে, পা মুছে নিবেন, তারপর ড্রপ

লাগাবেন ২/৩ ফোটা করে, একটানা একমাস ব্যবহার

করুন ভাল হয়ে যাবে,কাদা পায়ে লাগাবেন না,ফুটবল

খেলা থেকে বিরত থাকুন,ফুটবল খেললে নখের ভিতর

কাদা ডুকলে ভাল হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ