Call

রুট করলে এইরকম কোন সমস্যা হওয়ার কথা না আপনি প্রথমে Battery Uses থেকে দেখেন কোন এপস বা সিস্টেম এপসের কারণে চার্জ ব্যবহার হচ্ছে। আর সেই এপসটা ডিলেট করে দিন। আর যদি সিস্টেম এপসের কাজ না থাকে তাহলে সেটি ডিলেট করে দেন। এছাড়াও আপনার অপ্রয়োজনীয় এপস ও অন্য কিছু ডিলেট করে দেন তাহলে চার্জ বেশি সময় যেতে সাহায্য হবে। তবে এন্ড্রোয়েড ফোন ব্যবহার না করলেও কিছু চার্জ শেষ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ