Yakub Ali

Call

সেক্স করলে পরিবর্তন হবে কিনা নিশ্চিত নই

ডাক্তার বিষয় টি, নিশ্চিত করতে পারবে।

যুবকদের বেলায় প্রধানতঃ প্রোস্টেট গ্রন্থিতে জীবাণু সংক্রমণ বা প্রদাহ হয়ে থাকে। আর বয়স্ক বা বৃৃদ্ধদের বেলায় প্রোস্টেট সমস্যা বেশি হতে পারে, হরমোনের পরিবর্তনের প্রভাবে।

প্রোস্টেট অপসারণের সুনির্দিষ্ট প্রয়োজন হলে তা যথাসময়ে করা শ্রেয়। তা না হলে প্রস্রাব আটকে গিয়ে সংকটময় অবস্থা সৃষ্টি হতে পারে। যেমন দীর্ঘমেয়াদিভাবে প্রস্রাব আটকে যেতে পারে এবং পশ্চাৎমুখী চাপ বৃদ্ধি করে ক্রমান্বয়ে কিডনির কার্যকারিতা লোপ পেয়ে জীবনহানির কারণ হতে পারে। তা ছাড়াও মূত্রথলিতে সার্বক্ষণিক প্রস্রাব জমে থাকার কারণে মূত্রথলির সংক্রমণ ও মূত্রপাথরি রোগ হতে পারে। তা ছাড়া অতিরিক্ত চাপ প্রয়োগ করে প্রস্রাব করার কারণে উদর গহ্বরের চাপ বৃদ্ধি পেয়ে হার্নিয়া ও অর্শ রোগ দেখা দিতে পারে।

অনেকের ক্ষেত্রে অপারেশন করার পর যৌন

দুর্বলতা দেখা দিতে পারে, সর্বোপরি ডাক্তারের

পরামর্শ অনুযায়ী চলতে হবে।

Talk Doctor Online in Bissoy App