আমার Facebook page সম্পরকে তেমন কোন ধারনা নেই।তাই আমি একটি official একটি page খুল্লাম। কিন্তু কোন কিছু post করতে গেলে BOOST POST বাটন আসে তাতে ক্লিক করলে visa কার্ড ইত্যাদি সকল কার্ড হতে ডলার promot করতে বলে। কিন্তু আমার কোন কার্ড নেই। তাই আমি চাচ্ছি যে কোন page ফ্রিতে চালাতে পারব কিনা ?
Share with your friends

হ্যাঁ, অবশ্যই ফেসবুকে ফ্রিতে পেজ চালানো যায়। আপনি যে অপশনটার কথা বলছেন, সেটা পেজ চালানো সংক্রান্ত নয়। বরং পেজে পোস্ট করার পর সেই পোস্ট বেশি মানুষের কাছে প্রচার করতে চাইলে Boost Post অপশন। এই অপশনে আপনি ডলারের মাধ্যমে আপনার পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। কিন্তু সাধারণভাবে পেজ চালানো এবং তাতে পোস্ট করার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না।

Talk Doctor Online in Bissoy App