শেয়ার করুন বন্ধুর সাথে

শীতে আর্দ্রতা কম থাকায় ত্বকের শুষ্কতা বেড়ে যায়।সবথেকে বেশি শুষ্ক হয় আমাদের পা এবং হাত।যার থেকে পায়ের গোড়ালির চামড়া এবং হাতের তালুর চামড়া মরে উঠে যায়। মাঝে মাঝে পায়ের গোড়ালি ফেটে,চামড়া উঠে পা থেকে রক্ত বের হয়।তাই শীতের শুরু থেকেই উচিত হাত পায়ের পর্যাপ্ত পরিচর্যার।হাত পায়ের পর্যাপ্ত পরিচর্যা করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। শীতকালে অতিরিক্ত চামড়া ওঠা, বা হাত অতিরিক্ত ঘামা, এটা আসলে হরমোনাল সমস্যা।খুব বেশি চিকিৎসার কিছু নেই,কারন বিষয়টা সাময়িক।তবে যাদের অতিরিক্ত সমস্যা,তাদের জন্য হাত ও পায়ের পাতায় নির্দিষ্ট ভোল্টেজে ইলেক্ট্রিক শক সহ বিভিন্ন চিকিৎসার সুযোগ আছে।তবে সবগুলোই সময় সাপেক্ষ,বেশিরভাগ ক্ষেত্রেই এই ঝাক্কির চেয়ে ২ মাস সহ্য করাই ভাল।তবে আরো ভাল বলতে পারবে স্কিন বিশেষজ্ঞরা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ