শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

প্রশাসক সহ বিস্ময়ের সকল বিশেষ সদস্যদের

প্রধান কাজ হলো সাইট নিয়ন্ত্রণ।

বিশেষ করে প্রশাসক ও সম্মানিত--- সমন্বয়রা

নিপুন ভাবে বিস্ময় নিয়ন্ত্রন করার কাজে লিপ্ত থাকেন।

প্রশ্ন অনুমোদন, অননুমোদন , পোস্ট প্রদর্শন করানো

 কিংবা লুকিয়ে রাখা ইতাদি কাজ গুলো বিস্ময়ের

প্রশাসনের সদস্যরা করে থাকেন। প্রতিটি বিষয় সুন্দরভাবে

গড়ে তোলার জন্য কাউকে না কাউকে পরিচালনা করতে

হয়,  একই ভাবে বিস্ময় পরিচালনা করেন প্রশাসক। 

বিস্ময় সাইটের  কোন অভিযোগ, সমাধান এবং সকল

সদস্যর কার্যক্রম মনিটারিং করেন প্রশাসক সহ সমন্বয়ক গণ।

বিস্ময়ের নীতিমালা প্রতিষ্ঠা করাই প্রশাসকদের কাজ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

1) বিষ্ময়ের প্রশাসন হচ্ছে সকল ক্ষমতার উর্ধ্বে, এখানে এর ছেয়ে বেশি বলার নাই। এই সাইটের সর্বময় ক্ষমতার অধিকারী।



2) সমন্বয়কগন প্রশাসন কর্তৃক প্রাপ্ত সুবিধা অনুযায়ী কাজ করে বিষ্ময়ে, যেমন

প্রশ্ন জিজ্ঞাসা 

উত্তর অপছন্দ করা 

যে কোন প্রশ্নকে পূনঃরায় বিভাগ বন্টন করা 

যে কোন প্রশ্ন সম্পাদনা 

যে কোন উত্তর সম্পাদনা 

যে কোন মন্তব্য সম্পাদনা 

Editing posts silently

যে কোন প্রশ্ন বন্ধ করা

যে কোন প্রশ্নের  জন্য উত্তর নির্বাচন করা 

অজ্ঞাতকুলশীল পোস্টের আইপি দর্শন 

Viewing who voted or flagged posts

পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান 

যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা।

সর্বোপরি সাইটের সৌন্দর্য রক্ষা করা, সার্বক্ষণিক মনিটরিং করা,

কেউ বিষ্ময়ে বিশৃঙ্খলা বা নিতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।




3) বিশেষজ্ঞ ও সম্পাদকগন প্রশাসন কর্তৃক প্রাপ্ত সুবিধা অনুযায়ী কাজ করে। যেমনঃ

প্রশ্ন জিজ্ঞাসা 

উত্তর অপছন্দ করা 

যে কোন প্রশ্নকে পূনঃরায় বিভাগ বন্টন করা 

যে কোন প্রশ্ন সম্পাদনা 

যে কোন উত্তর সম্পাদনা 

যে কোন মন্তব্য সম্পাদনা 

যে কোন প্রশ্ন বন্ধ করা

যে কোন প্রশ্নের  জন্য উত্তর নির্বাচন করা 

Viewing who voted or flagged posts

পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান 

যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ