AbdulHalim

Call
Brokerage শব্দটা মূলত Broker থেকে এসেছে।Broker অর্থ দালাল।আর Brokerage house অর্থ দাড়ায় দালালি প্রতিষ্ঠান।
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের তালিকাভুক্ত যে কোন পাবলিক কিংবা প্রাইভেট কোম্পানির শেয়ার,ঋণপত্র বা সিকিউরিটিজ,বন্ড ইত্যাদি ক্রয়-বিক্রয়ের মাধ্যম হিসেবে এ ব্রোকারেজ হাউজ কাজ করে থাকে।এমন কি কোন কোম্পানি শেয়ার বাজারে অন্তর্ভূক্তির জন্য IPO ও বিক্রি করতে হয় এই ব্রোকারেজ হাউজের মাধ্যমে।এখানে একটা কথা বলা দরকার যে,যে কোম্পানি শেয়ার বিক্রি করবে সে কোম্পানি নিজে বিক্রির কাজটা করতে পারেন,এ কাজটা কোম্পানির হয়ে ব্রোকারেজ হাউজ করে থাকে।তাই কোন শেয়ার ক্রয় করতে হলে আমাদের কে প্রথমে বিও এ্যাকাউন্ট খুলো ব্রোকারেজ হাউজের সদস্য হতে হয়।
বিঃদ্রঃ আরো কিছু জানার থাকলে মন্তব্য করবেন।
Talk Doctor Online in Bissoy App