কয়েকদিন আগে আমার পায়ে একটি কাঁটা ফুটে। পরে ঐ কাঁটাটি বের করতে গিয়ে পায়ের ঐ জায়গায় বেশ বড় গর্ত করে ফেলি। তারপর দিন থেকেই প্রচন্ড ব্যাথা শুরু হয়। পা ফুলে যায়। চিকিৎসকের পরামর্শ মতো নাপা ও ফ্লুক্লক্লাসিলিন খাই। গতকাল অনেকটুকু জার্ম ও বের হয়। কিন্তু আবার আগের মতো ফুলে গেছে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আপনি উক্ত ঔষধ চালিয়ে যান, 1 সপ্তাহে

গর্ত শুকিয়ে যাবে।


ঔষধ সেবন বন্ধ করবেন না, পুজ বের

হলে যথাসম্ভব চিপে বের করে দিন।


ফোলা নিয়ে টেনশন ফিল করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ