আমার আম্মুর জিহ্বা এর মাঝখানের একটা অংশে শক্ত বিচির মত হয়ে গেছে ৬ মাস হয়ে গেছে। খাবার খাওয়ার সময় অনেক জালা পোরা করে। এই রোগের চিকিৎসা সম্পর্কিত তথ্য জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

ছোট একটি বর্ণনায় সঠিক সমাধান বলে

দেওয়া কঠিন

জিহ্বায় যে কোনো গুটি বা ঘা, যা সাধারণ 

সারছে  না

গলার ভিতরের কোনো ঘা, যা সাধারণ

চিকিৎসায় সারছে,

ঢোক গিলতে অসুবিধা হওয়া এই ধরনের

লক্ষন থাকলে দেরি না করে ডাক্তারের

শরণাপন্ন হোন।

এটি হতে পারে জিহ্বা ক্যান্সার

এর লক্ষন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ