ই- কেপ ট্যাবলেট খেয়ে কি ফক্স (Pox) এর গর্ত বরাট করতে পারব? মানে আমার দু গালে মোট পাঁচটি গর্ত। ট্যাবলেট এর পার্শপ্রতিক্রিয়া কেমন? ইয়াকুব আলি ভাইয়ের উদ্দেশ্য প্রশ্নটি ,জানলে অন্যরাও উওর দিতে পারেন....
Share with your friends
kanon

Call

ই-ক্যাপে আছে ভিটামিন ই এবং মিনারেল যা চুল পড়া বন্ধ করে,  ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, চামড়ার খসখসে ভাব দূর করে

সাথে বেটনোভেট সি এল ক্রিম টি ব্যাবহার করতে পারেন।

ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

এটি মুলত ভিটামিন ই ক্যাপসুল, এটি ভিটামিন ই-র সকল অভাব পুরন করতে সাহায্য করে, যেমন রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। পেশীর দুর্বলতা দুর করে, ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে, চুলের ও পশমের রক্ত চলাচল ঠিক রেখে পুষ্টি সরবরাহ করে। পেনিস/লিঙ্গের রক্ত সনঞ্চালন বৃদ্ধি করে লিঙ্গ শক্ত করতে ভুমিকা পালন করে।

ভিটামিন ই ক্যাপসুল ব্রণের ক্ষত দাগা সারাতে খুব ভালো কাজ করে। প্রতিদিন ময়শ্চারাইযার হিসেবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করতে পারেন।

তবে আমি ভিটামিন ই  কিন্তু ত্বকে ব্যবহারের উপকারীতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নাই।

নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শপ্রতিক্রীয়া নাই, সুসহনীয়।

Talk Doctor Online in Bissoy App