এ ধরণের কোন চিল্লা আমাদের নবি করছেন কিনা?তার কোন সঠিক দলিল নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ নেই।তবে ইসলাম ধর্ম প্রচারের পূর্বে নবিজি হেরা পর্বতের গুহায় ধ্যান মগ্ন ছিলেন।কোরান শরীফের প্রথম আয়াত সেখানেই নাযিল হয়েছিল।পরবর্তীতে নবিজি সে গুহায় যান নি।ইসলাম প্রসারের সময় নবিজি কখনো সব কিছু ছেড়ে 40 দিনের কোন চিল্লায় গমন করেন নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
৩ দিনের চিল্লা আর ৪০ দিনের চিল্লা বিদ'য়াত। এসব চিলঅল্লা টিল্লা সব ভাউকা বাঝি। 

আল্লাহর রাসুল সঃ তাবলিগ করেছেন কিন্তু বর্তমানে এই ইলিয়াসি তাবলিগ করেন নি।।।। বর্তমানে সদ্য আবিষ্কৃত তাবলিগ বের হয় মাত্র ৯০-৯৫ বছর আগে যার আবিষ্কারক মাওলানা ইলিয়াস সাহেব।।

এই বিদ"য়াতি তাবলিগ এড়িয়ে চলুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রাসূল সাঃ ৪০ দিন বা চিল্লা দেননি রাসূল সাঃ আজীবন তাবলীগের কাজ করেছেন সুতরাং চিল্লা ওয়াজিব বা ফরজ বলা যাবেনা তবে ইলিয়াস রহঃ যে নিয়ম করেছেন তা অভিজ্ঞতা থেকে এটা মানলে যে গুনাহ হবে তা নয় ডাক্তার এন্টিবায়োটিক ৭ দিন ও ১৪ দিনের জন্য দেন এটা হাদিস কুরআনে নেই বরং ডাক্তারের অভিজ্ঞতা থেকে এটাকে বেদআত বলা যাবেনা যুগ অনুযায়ী অনেক কিছু বদলায় রাসুল সাঃ এর যুগে মাইকে আজােন দেওয়া হতনা তার মানে এই নয় মাইকে আজান দেওয়া বিদআত , ইলিয়াস রহঃ একজন বড় মাপের আলেম ছিলেন তৎকালিন ও বর্তমানের সকল হক্কানী আলেমরা এটা গ্রহন করেছেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ