Soft Brick কি তা জানার আগে আপনাকে জানতে হবে আসলে Brick কি! 
Brick মানে হলো "ইট"। আপনার হ্যান্ডসেটটি যখন রুট করতে যাবেন তখন যদি ভুল কাস্টম রম ইনিস্টল করে থাকেন বা ভুল কোনো তথ্য দেন তখন হ্যান্ডসেট  আর কাজ করেনা।  তখন ওটাকে একটা Brick  অর্থাৎ ইটের সাথে তুলনা করা হয়।  ইটদিয়ে যেমন মাথা ফাটানো যায়, আপনার হ্যান্ডসেটটি দিয়েও তখন ঠিক মাথা ফাটানো ছাড়া আর কোনো কাজ করা যায় না। 
এবার আসি Soft Brick এর কথায়....
Soft Brick মানে হলো "নরম ইট"। মানে আপনার হ্যান্ডসেটটি যদি Soft Brick হয় তখন না পারবেন মাথা ফাটাতে না পারবেন পূর্বের মতো হ্যান্ডসেটটিকে ব্যবহার করতে। তবে Soft Brick হলে কম্পিউটার থেকে মোবাইল স্টক রোম ফ্ল্যাশ করে রিকভার করা যায়।
এবার আসি Bootloop এর কথায়.....
ধরুন আপনার হ্যান্ডসেট টি Symphony ব্রান্ডের।  এখন আপনি
যখন আপনার হ্যান্ডসেট অন কারার চেষ্টা করেও বার বার  
image
শুধু এই রকম  পাওয়ার অন লোগোতেই আটকে আছে বা বার বার একাই হ্যান্ডসেটটি বন্ধ আর চালু হচ্ছে (এক কথায় শুধু বার বার Boot হচ্ছে), হোম স্ক্রিন আসছে না  অর্থাৎ OS চালু হচ্ছে না এমন হয় তখন সেটাকে Bootloop বলে। Bootloop হলেও ঠিক একই ভাবে কম্পিউটার থেকে মোবাইল স্টক রোম ফ্ল্যাশ করে রিকভার করা যায়।
Talk Doctor Online in Bissoy App