আপনি ঠিকই ধরেছেন , এইগুলো,ঠিকে না।অনেক সময় প্রতারণা করে টাকা নিয়ে নেয়,ভুলেও আগে কিকাশ করবেন না। এর চেয়ে ভাল মার্কেট থেকে দেখে শিনে কিনুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যা, আপনি ঠিকই ধরেছেন। বর্তমানে ফেসবুকে অনেক ইকমার্স পেজে পন্য পাওয়া যায়। এখানে যে পন্য গুলো থাকে সেগুলো বেশিরভাগই ক্লোন বা কপি পন্য। যেমন আপনি আইফোন কিনতে চান, হুবহু আইফোনের মত দেখতেই এবং পুরাই আইফোন বাট জিনিস্টা কপি পন্য। এগুলা অরিজিনাল না। তাই দামেও কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ,, ফেইসবুক অনেক পেজেই ৫০% ছারে মোবাইল ফোন বিক্রয় করা হয়,, আর আপনি ঠিকই বলেছেন এগুলো কপি ফোন,, ভুলেও এই ফোনগুলো ক্রয় করবেননা এই ফোনগুলোর অনেক সমস্যা ফিল করা যায় যেমন,, ক্যামেরা ঘোলাটে হওয়া,, মোবাইল ইউস করার সময় প্রচন্ড পরিমান গরম হওয়া,, মাঝে মাঝে হ্যাং হবে,, ব্যাটারির ব্যাকআপ খুব কম পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ