শেয়ার করুন বন্ধুর সাথে

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়,বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায়না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিস্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে…এমনকি কোন কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এটাই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভালবাসা সত্যিই ‘কারে কয়’, সেকথা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরেরও জানা ছিল না ৷ আমরা তো কোন ছাড় ৷ কিন্তু, ভালবাসার সম্পর্ক কীভাবে গড়ে ওঠে, সেটা কি আপনার জানা আছে? বা একটা সম্পর্ক ঠিক কখন পরিপূর্ণতা পায়? আসলে ভালবাসার সম্পর্কে থাকেন দু’জন ৷ তাদের দু’জনের সখ্যতার আরেক নাম ভালবাসা ৷ আর এই দু’জনের মনের মিল হলে, একে অপরকে বুঝলে, বিশ্বাস করলে তবেই ভালবাসা সার্থক ৷ তাই, বলে যাকে তাকে তো আর ভালবাসা যায় না ৷ লোকে বলে ভালবাসার নাকি কোন কারণ নেই ৷ তাই বলে যাকে ভালবাসবেন, তিনি আপনার যোগ্য কিনা সেটাতো একবার যাচাই করতে হবে ৷ তাই ঠিক কী ধরণের মানুষ হতে পারেন, আপনার যোগ্য সেটা জেনে নিন ৷ দামী উপহার তো সকলেই কিনে দিতে পারেন ৷ কিন্তু হাজারো কাজের মাঝেও যিনি নিজের সময় বের করে যা আপনাকে উপহার দিতে পারেন, মনে করবেন তিনিই আপনার ভালবাসার যোগ্য ৷ দূরে দূরে থাকলে ভালবাসা কিন্তু কখনই পরিপূর্ণতা পায় না ৷ তাই এমন কাউকে ভালবাসেন যিনি দামি জিনিসের বদলে আপনাকে তার দুর্মূল্য সময়টা উপহার দিতে পারেন ৷ মন খারাপ থাকলে সান্ত্বনা অনেকেই দিতে পারেন? কিন্তু আপনার মুখে হাসি ফোটানোর চেষ্টা সেই মানুষই করবেন যিনি সত্যি আপনাকে ভালবাসেন ৷ কথাটা শুনতে অনেকটা নাটকীয় মনে হলেও, এটাই সত্যি ৷ যিনি আপনাকে ভাল রাখতে নিজের প্রাণপাত করতে পারেন তাকেই আপনার সবটুকু ভালবাসা দিয়ে ভরিয়ে দিন ৷ অনেক সময় পরিবারের লোকজন বা বন্ধু বান্ধবও আপনার কাজের সমালোচনা করবেন ৷ আপনার মনের কথা বুঝতে হয়ত অনেকেই পারবেন না ৷ যে কাজের জন্য এত সমালোচনা সেটা কেন করলেন তা কিন্তু কেউ আপনাকে হয়ত একবারও জিজ্ঞেস করবে না আপনি কেন এমনটা করলেন ৷ খুঁজলে আপনাকে নিন্দে করারও লোকের অভাব হবে না ৷ কিন্তু যিনি আপনার সমালোচনা না করে আপনাকে সাপোর্ট করবেন ৷ আপনি কীভাবে ভাল থাকবেন সেটার যার মূল লক্ষ্য হবে, তিনিই একমাত্র আপনার ভালবাসা পাওয়ার যোগ্য ৷ একটা কথা কি জানেন? ভালসময়ে আশপাশে লোকের অভাব হয় না ৷ কিন্তু খারাপ সময়ে নিঃসঙ্গতাই হয় একমাত্র সঙ্গী৷ দু’একজন হয়ত কেবল আপনার দুঃখে সামান্য দুঃখ প্রকাশ করবেন, ব্যস ওইটুকুই ৷ কিন্তু যদি কখনও এমন কাউকে পান, যিনি আপনার সমস্ত দুঃখ, রাগ, অভিমানকে নিজের করে নিয়ে আপনাকে আপন করে নেবেন তবে চোখ বন্ধ করে সেই মানুষটিকেই ভালবাসুন ৷ আপনার কথা হয়ত অনেকেই শোনেন, কিন্তু আপনার কথার গুরুত্ব বোঝেন ক’জন? ভালবাসার সম্পর্ক তখনই মজবুত হয়, যখন আপনারা একে অপরের কথার গুরুত্ব বুঝতে পারবেন৷ আপনি যাকে ভালবাসছেন, তিনি আপনার কোন কথার কারণ, তার অর্থ বুঝতে পারছেন কিনা সেটা দেখে নিন৷ যিনি আপনার সমস্ত কথার সঠিক অর্থ বুঝতে পারেন, তেমন মানুষকে ফিরিয়ে দেওয়ার আগে দু’বার ভাবুন৷ কারণ তিনিই একমাত্র আপনার ভালবাসার যোগ্য৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

ভালবাসা একটি ব্যক্তিগত অনুভূতি যা একজন মানুষ, অপর মানুষের প্রতি অনুভব করে, কারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা অথবা সর্বক্ষেত্রে বিশেষ কারো উপস্থিতি কামনা করে। ভালবাসা নিঃসঙ্গতা, স্বার্থপরতা, বন্ধুত্ব, মিলন, পরিবারের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। ভালবাসা কারো প্রতি ভাললাগা, আকর্ষণ, আবেগ বা অনুরাগের মাধ্যম হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ