লা শাতেলিয়ারের নীতির ব্যাখ্যা মনে রাখার সহজ উপায় হচ্ছে প্রথমে জানতে হবে লা শাতেলিয়ার নীতি কাকে বলে। তারপর লা শাতেলিয়া মূলত দুইটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ১)চাপ ২)তাপমাত্রা। আপনি শুধু চাপ ও তাপমাত্রার প্রয়োগ জানলেই যথেষ্ট। ১)যেমন জানতে হবে তাপহারী বিক্রিয়ারর মধ্যে তাপ দিলে সাম্যের অবস্থানের কিরূপ পরিবর্তন হয়। আর তাপ উৎপাদী বিক্রিয়ারর মধ্যে তাপমাত্রা প্রদান করলে কি হয়। তাপহারী বিক্রিয়ায়য় তাপ প্রদান করলে সাম্যের অবস্থান ডানে সরে যাবে। অর্থাৎ উৎপাদ বেড়ে যাবে। আর তাপ উৎপাদী বিক্রিয়ায়য় তার বিপরীত। ২)চাপ বিক্রিয়ার শেষে উৎপাদের মোল সং্খ্যা বাড়লে চাপ প্রদান করলে সাম্যের অবস্থান বামে সরে যাবে। অর্থাৎ উৎপাদ কমে যাবে। মোল সং্খ্যা কমে গেলে তার বিপরীতটা। এভাবে আপনি সহজে মনে রাখতে পারেন। ভাল থাকবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ