Call

অরুচি ও ক্ষুধা মন্দা ১ থেকে ৩ গ্রাম আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন এবং তার সঙ্গে সৈন্ধব লবন বা সাধারন লবন মিশিয়ে খাওয়ার আধা ঘণ্টা আগে প্রতিদিন ১ বার করে ৭-৮ দিন খেতে হবে। এতে অরুচি ও ক্ষুধা মন্দা ভাব দূর হয়। আর নিয়মিত ভালো খাবার,সমমাত্রায় সুষম খাবার খান, পাশাপাশি ব্যায়াম করুন,আর অধিক পরিমানে পানি খান,সাস্থ্য ভালো রাখতে পানির গুরুত্ব অপরিসীম। আর আপনার দুর্বলতা ও কেটে যাবে ভালোবাবে খাবার গ্রহন করতে পারলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি হোমিওপ্যাথিক ঔষধ,

১।আমলকি ৪৫০মিলি সিরাপ(ডীপলেড ফার্মাকো),

২।ডেক্সড্রাম গোল্ড (ঢাকা ইউনানী ট্যাব)।

নিয়মিত সেবন করেন,ভাল ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ