RAM ও ROM কি? ব্যাখ্যা দিয়ে বলুন।
Share with your friends
Manik Raj

Call

Ram= Random Access Memory Rom= Read Only Memory ROM এ ডাটা থাকে স্থায়ী ভাবে। RAM এ ডাটা থাকে অস্থায়ী ভাবে । র্যান্ডম অ্যাক্সেস মেমোরি (ইংরেজি: Random access memory), সংক্ষেপে র্যাম (RAM) হল এক ধরনের কম্পিউটারের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোন ক্রমে উপাত্ত "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। র্যান্ডম শব্দটি দিয়ে এখানে বুঝানো হয়েছে - যে কোনো উপাত্ত (তার অবস্থানের উপরে নির্ভর না করে) ঠিক একই নির্দিষ্ট সময়ে উদ্ধার করা যায়। রক্ষনাত্নক দৃষ্টিতে, আধুনিক ডির্যামগুলো র্যান্ডম এ্যাকসেস মেমোরি নয় (যেভাবে এগুলো ডাটা রিড করতে পারে)। একইসাথে, বিভিন্ন ধরনের এসর্যাম, রম, ওটিপি এবং নর ফ্ল্যাশ ইত্যাদি র্যান্ডম এ্যাকসেস মেমোরি। র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কারন এতে সংরক্ষিত তথ্য বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না। আরো কিছু নন-ভোলাটাইল মেমোরি (যেগুলোতে বিদ্যুত চলে যাওয়ার পরও তথ্য মুছে যায় না) যেগুলো রক্ষনাত্মক দৃষ্টিতে র্যাম সেগুলো হল রম, একধরনের ফ্লাশ মেমোরি যাকে নর-ফ্লাশ বলে। প্রথম র্যাম মডিউল বাজারে আসে যেটা তৈরী হয়েছিল ১৯৫১ সালে এবং ১৯৬০ দশকে এবং ১৯৭০ দশকের প্রথমদিকে বিক্রি হয়েছিল। যাইহোক, অন্যান্য স্মৃতি যন্ত্রাংশ (চৌম্বকীয় টেপ, ডিস্ক) তাদের জমাকৃত স্মৃতিতে নিশ্চিতভাবে প্রবেশ এবং ব্যবহার করতে পারে সবসময়ের জন্য। রম (ROM কম্পিউটারের একটি স্থায়ী মেমোরি যার ডাটা কম্পিউটার বন্ধ হলে বা বিদ্যুৎ চলে গেলেও ডিলেট হয়ে যায় না.

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

Ram (Random access memory) হলো এমন একটা মেমরি যা ক্ষনস্থায়ী ! অর্থাত, যতক্ষণ বিদ্যুত প্রবাহিত হচ্ছে ততক্ষণ মেমরি থাকবে ! বিদ্যুত প্রবাহ না থাকলে এইটা থাকবেনা I এইটা কে অনেকটা মানুষের স্বল্পস্থায়ী স্মৃতির সাথে তুলনা করা যেতে পারে ! আমরা জানি মানুষের ৩ ধরনের স্মৃতি রয়েছে এর মধ্যে একটির সময়কাল প্রায় ১ সেকেন্ড ,তা হলো স্বল্পস্থায়ী স্মৃতি ! (আমরা চোখ খোলা রেখে যা দেখি তা এই স্মৃতির মধ্যে পরে , আমরা যা দেখি তার সব কি মনে রাখতে পারি যেইগুলো মনে রাখতে পারিনা তা এই স্মৃতির আওতায় ! অর্থাত যতক্ষণ চোখ খোলা থাকবে ততক্ষণ স্মৃতি ও থাকবে !) কম্পিউটার এ যখন কোনো ফাইল লোড করা হয় ঠিক সেরকমই তা প্রথমে এই ক্ষনস্থায়ী স্মৃতি র‌্যাম এ অবস্থান করে আবার যখন সেই কাজ করে আমরা বন্ধ করে দেয় সেই স্মৃতির আর অস্তিত্ব থাকেনা ! আর Rom (Read only memory) হলো এমন একধরনের স্মৃতি যার কোনো পরিবর্তন হয়না !যা একেবারে ফিক্সড থাকে ! কম্পিউটার ছাড়া মোটামুটি সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতির মধ্যেই রম রয়েছে ! রম মূলত বাইনারি সংখ্যার মাধ্যমে কাজ করে থাকে অর্থাত বিদ্যুত প্রবাহ আছে কি নেই এর মাধ্যমে তা পুরো প্রক্রিয়ার কাজ করে থাকে ! যেমন - DVD-Rom এ আমরা যখন কোনো ডিভিডি এন্টার করি তখন সেই ডিভিডি রম ক্রমাগত বিদ্যুত প্রবাহ আছে কি নেই এরকম সিগনাল পাঠাতে থাকে আর যা প্রসেসর প্রসেস করে আমাদের সামনে বিভিন্ন ছবি,ডাটা কিংবা গান হিসেবে উপস্থাপন করে I এছাড়াও আমরা মোটামুটি কম্পিউটার এর বায়োস (যেইখানে কম্পিউটার এর বেসিক কিছু কাজকর্ম করা যায় ! অনেকে হয়ত কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লোক করার কাজে ব্যবহার করে থাকে!) এর সাথে পরিচিত এইটাও কিন্তু একধরনের রম এর উদাহরণ ! আশা করি বিষয়টা বুঝতে পেরেছি ধন্যবাদ I

Talk Doctor Online in Bissoy App